চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইভিএমে কারচুপির জন্য আমার পরাজয়: তৈমূর আলম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হেরে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেছেন, ইভিএমে কারচুপির জন্য আমার পরাজয় বরণ করতে হয়েছে। সেইসঙ্গে তিনি এই পরাজয়কে সরকারের পরাজয় হিসেবেও উল্লেখ করেন।

রোববার ১৬ জানুয়ারি রাতে নাসিক নির্বাচনে বেসরকারি ফলাফলে পরাজিত হবার খবরে নিজের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এটা আমাদের নয়, সরকারের পরাজয়। জনগণের ভালোবাসায় আমরা জয়ী, তাদের প্রতি, মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ।’

তৈমূর বলেন, বেশ কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটিপূর্ণ ছিল। অনেক লোক ভোট দিতে পারেনি। ইভিএমের কারচুপির জন্য আমার পরাজয় বরণ করতে হয়েছে। আমি সকলকে ধন্যবাদ জানাই সকলকে যারা নির্বাচনে আমার পাশে থেকে সহযোগিতা করেছেন। আমার লোকজন বাড়িতে থাকতে পারেনি। এটিএম কামালের মত লোককে ঘেরাও করা হয়েছে, গ্রেপ্তার করার জন্য।

তৈমূর বলেন, ‘তার (আইভী) বিষয়ে আগেও মন্তব্য করিনি এখনও করবো না। এটা খেলা হয়েছে সরকার বনাম জনগণ, সরকার বনাম তৈমূর আলম খন্দকার। আমি সিটি করপোরেশনের জন্য কী করেছি, তা তাকে জিজ্ঞেস করেন। নারায়ণগঞ্জবাসী এগুলো জানে। বিএনপি আমার রক্তের সঙ্গে মিশে গেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।