চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইন্টারপোলে রাশিয়াকে হারিয়ে দিলো সাউথ কোরিয়া

রাশিয়ার প্রার্থীকে হারিয়ে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাউথ কোরীয়ার প্রার্থী কিম জং ইয়াং।

সংস্থাটির ১৯৪টি সদস্য দেশের সমর্থনে রাশিয়ার আলেকজান্ডার প্রোকোপচুককে হারিয়ে নির্বাচিত হন কিম।

বুধবার দুবাইতে ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য দেশগুলো কিম জং ইয়াংকে নির্বাচিত করে।

বিবিসি জানায়, কিমের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেকজান্ডার। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি নির্বাচিত হলে, ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা ব্যবস্থাকে ক্রেমলিনের সমালোচনাকারীদের বিরুদ্ধে ব্যবহার করবেন। 

রাশিয়ার মানবাধিকার গোষ্ঠী এবং বিভিন্ন দেশের মধ্যে ভয় ছিল, মস্কো ইন্টারপোল প্রধানের পদকে তার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে ব্যবহার করতে পারে। এসব কারণেই আলেজান্ডারের পরিবর্তে কিমকে বেছে নেয় সদস্য দেশগুলো।

রাশিয়ার সমালোচনাকারীরা এই পরাজয়কে স্বাগত জানিয়েছে। তবে মস্কো একে ‘‘অভূতপূর্ব চাপ ও হস্তক্ষেপ’’ বলে উল্লেখ করেছে।

ইন্টারপোলের সাবেক প্রেসিডেন্ট মেং হংওয়েই দুর্নীতির অভিযোগে চীনে আটক হওয়ায় নতুন প্রেসিডন্টে নির্বাচন করা হলো।