চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইতালিতে করোনায় মৃত বাংলাদেশির দাফন

ইতালিতে করোনা ভাইরাসে মৃত বাংলাদেশি গোলাম মাওলার দাফন সম্পন্ন হয়েছে।

মিলানের বরুজানো কবরস্হানে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

দারুল হিকমাহ একাডেমির প্রধান খতিব এবং মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জোনায়েদ সোবহান জানাজা পড়ান।

সরকারি বিধিনিষেধ থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে জানাজায় অংশ নিতে পারেননি।

এ সময় জানাজায় অংশ নেন ইসলামী ফোরাম ইতালি নর্থ সভসপতি আবু নাসের বাহার, ইসলামী ফোরাম মিলান সভাপতি ইমরান হোসাইন, দারল হিকমাহ একাডেমির ভাইস প্রিন্সিপাল জিয়াউল করিম এবং মিলান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আনিসুর রহমান।

মিলানে বসবাসরত নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার গোলাম মাওলা( ৫৫) দীর্ঘদিন সর্দিকাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শেষের দিকে তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে গত ২০ মার্চ আনুমানিক রাত ৮ টার সময় মিলানের নিগোয়ারদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শোক প্রকাশ করেছেন বৃহত্তর নোয়াখালী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ফিরোজ আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।