চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিশোর ও তরুণদের নিয়ে ইচ্ছেঘুড়ির লেখার প্রতিযোগিতা

ইচ্ছেঘুড়ি কিশোর ও তরুণ বন্ধুদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। “Ink the Future” ১৫ থেকে ২০ বছর বয়সীদের জন্য এই প্রতিযোগিতা। প্রতিযোগীরা প্রশ্নের উপর নির্ভর করে তাদের লেখায় সমাজের বিভিন্ন অসামঞ্জস্য/ সমস্যাকে কেন্দ্র করে তা নিয়ে তাদের ভাবনা ও সমাধান উপস্থাপন করবে। সেরা লেখাটির রচয়িতা পুরস্কার হিসাবে পাবে ৭০০০ টাকা। পাশাপাশি এই লেখাটি প্রকাশিত হবে “কিশোর আলো” অথবা “Shout!” -এ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে পাবে ৪০০০ ও ২০০০ টাকার পুরস্কার।

প্রতিযোগিতায় অংশগ্রহনের ফি ধরা হয়েছে ২৫০ টাকা। তবে, অনেক পরিবারে করোনা মহামারির কারণে সৃষ্ট আর্থিক ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে “fee waiver”এর ও ব্যবস্থা রাখা হয়েছে। যাতে সকলেই এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে। এই আয়োজন থেকে প্রাপ্ত সকল অর্থ “Stand for Survivors” প্রজেক্টের মাধ্যমে সরাসরি চলে যাবে ‘আম্পান’ ক্ষতিগ্রস্তদের কাছে। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ৩১শে জুলাই, ২০২০। বিস্তারিত: www.iccheghuri.org/Ink%20the%20Future/