চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইকোনমিস্ট গ্রুপের অর্ধেক শেয়ার বিক্রি করবে পিয়ারসন

যুক্তরাষ্ট্রের প্রকাশনা প্রতিষ্ঠান পিয়ারসন তাদের ইকোনমিস্ট গ্রুপের অর্ধেক শেয়ার বিক্রি করে দিচ্ছে। এর আর্থিক মূল্য ৪শ মিলিয়ন ইউরো।

জাপানের নিক্কেই গ্রুপের কাছে ফিনান্সিয়াল টাইমস বিক্রি করে দেওয়ার একদিন পরেই এ সিদ্ধান্ত নিলো পিয়ারসন।

তবে কার কাছে ইকোনমিস্টের শেয়ার বিক্রি করা হবে সে বিষয়ে পিয়ারসন মুখ না খুললেও ইটালির আগ্নেলি গ্রুপ জানিয়েছে, পিয়ারসনের সাথে তাদের আলোচনা হয়েছে। আগ্নেলি’র অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান এক্সর ইকোনমিস্ট গ্রুপের ৪ দশমিক ৭২ শতাংশ শেয়ার এর মালিক।

ইকোনমিস্ট-এর অন্যান্য শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে ক্যাডবেরি, রোটসচাইল্ড ও শ্রোডার।

এই গ্রুপে রয়েছে দ্য ইকোনমিস্ট নামের ম্যাগাজিন, গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ও তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউ রোল কল।