চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউরোপার শিরোপা থেকে এক কদম দূরে ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ দিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলা অনেকটাই ধূসর তাদের জন্য। কিন্তু ইউরোপা লিগের শিরোপা জিতে সেটা করে দেখানো সম্ভব। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন যে সরাসরি ইউরোপের ক্লাব পর্যায়ের সর্বোচ্চ টুর্নামেন্টে খেলার সুযোগ পায়। ম্যানইউ এখন সেই সুযোগ অর্জন থেকে এক কদম দূরে। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগের ফাইনালে পা রেখেছে হোসে মরিনহোর দল।

ঘরের মাঠে সেল্টা ভিগোর সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে ইউরোপার ফাইনালের টিকিট পেয়েছে ম্যানইউ। সেমিফাইনালের প্রথম লেগে স্প্যানিশ ক্লাবটির মাঠ থেকে রেড ডেভিলরা জিতে এসেছিল ১-০ গোলে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শিরোপা নির্ধারণী ম্যাচে মরিনহোর দলের প্রতিপক্ষ ডাচ ক্লাব আয়াক্স। স্টকহোমে আগামী ২৪মে হবে ফাইনালটি।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ১৭ মিনিটে মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে মারোয়ান ফেলাইনির মাথা ছুঁয়ে আসা বলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে ৮৫ মিনিটে ফাকুন্দো রনকাগলিয়া সমতা ফেরালেও ফাইনালে উঠতে সেটি যথেষ্ট ছিল না সেল্টার জন্য।

শেষদিকে দুই দলের, ম্যানইউর এরিক বেইলি ও সেল্টার রনকাগলিয়ার লালকার্ড ছাড়া আর কোন উত্তেজনা ছিল না।

রাতের আরেক সেমিতে ফ্রান্সের লিওর মাঠে ৩-১ গোলে হেরেছে আয়াক্স। তবে দুই লেগ মিলিয়ে অগ্রগামীতায় ফাইনালে গেছে আয়াক্স। প্রথম লেগে ৪-১ গোলে জিতেছিল নেদারল্যান্ডসের দলটি।