চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউরোজোন থেকে বিদায় হতে পারে গ্রিস

ঋণদাতা দেশ ও সংস্থার সাথে কোনো চুক্তিতে না যেতে পারলে ইউরোজোন থেকে বিদায় নিতে পারে গ্রিস। এমনকি ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও বিদায় হতে পারে গ্রিস।

লুক্সেমবার্গে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থমন্ত্রীদের এক সম্মেলনের পর এমন সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার গ্রিসের কেন্দ্রীয় ব্যাংক ইউরোজোন থেকে বের হয়ে যাবার ব্যপারে হুমকি দিয়েছিলো। এ বিষয়ে সামনের সপ্তাহে আরেকটি বৈঠকে বসতে যাচ্ছে ইউরোজোনের অর্থমন্ত্রীরা।

আর্থিক মন্দাভাব দূর করতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে ৭শ ২০ কোটি টাকা ঋণ পাওয়ার কথা রয়েছে গ্রিসের। কিন্তু ঋণদাতা দেশ ও সংস্থাগুলো জানিয়েছে এজন্য আগের ঋণ পরিশোধ করতে হবে গ্রিসকে।