চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইইউ থেকে এ মাসেই ১০ লাখ টিকা পাওয়া যাবে: পররাষ্ট্রমন্ত্রী

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে এ মাসের মধ্যেই ১০ লাখ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও জানান, কোভ্যাক্সের আওতায় জাপান থেকেও আসবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন।
মন্ত্রী বলেন, ‘অ্যাস্ট্রাজেনেকার টিকা আসার ফলে যে ১৫ লাখ লোক দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছিলেন না, সেই সংকট কেটে যেতে পারে। ভারতের সেরাম ইনস্টিটিউটের চুক্তি অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে’।
অন্যদিকে চীনের সঙ্গে দেড় কোটি সিনোফার্মের টিকা কেনার যে চুক্তি আছে, প্রয়োজনে তা বাড়ানো হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।