চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইংল্যান্ডকে গুড়িয়ে দিলো অসিরা

অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে ৪০৫ রানের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে অসিদের ছুড়ে দেয়া ৫০৯ রানের পাহাড়ে চাপা পড়ে ইংল্যান্ড। এত বিশাল লক্ষ্য তাড়া করে খেলতে নেমে মাত্র ১০৩ রানেই গুটিয়ে ইংলিশদের ব্যাটিং লাইনআপ।

লর্ডসে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন স্টুয়ার্ট ব্রড। এর পর আর কোন ব্যাটসম্যানই ১৪ রানের গন্ডি পেরোতে পারেন নি।

অসি বোলিং তোপে ইংল্যান্ডের অসহায় আত্মসমর্পনের দিনে মিচেল জনসন সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। এছাড়াও জশ হেজেলউড ও নাথান লায়ন দুইটি করে, মিচেল মার্শ ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে অসিরা স্টিভেন স্মিথের ২১৫ এবং ক্রিস রজার্সের ১৭৩ রানের সুবাদে ৫৬৬ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড অ্যালিস্টার কুকের ৯৬ রান এবং বেন স্টোকস এর ৮৭ রানের সৌজন্যে ৩১২ রান করে।

দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ২৫৪ রান করে ইনিংস ঘোষণা করে অসিরা। আর এতেই ৫০৯ রানের অসম্ভব এক টার্গেট পায় ইংল্যান্ড। যার জবাব দিতে নেমে ধ্বস নামে ইংল্যান্ড ব্যাটিংয়ে।