চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ইংলিশদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ।

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার।

এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৪ ওভারে তিন উইকেটে ৭০ রান।

প্রথম উইকেট জুটিতে ৪১ রান যোগ করেন জ্যাসন রয় ও জেমস ভিন্স। শাফিউল অষ্টম ওভারে বল করতে এসে মিড অনে অধিনায়ক মাশরাফির কাছে তালুবন্দী করে সাজঘরে পাঠান ভিন্সকে (১৬)।

তবে ১২তম ওভারে টাইগার শিবিরে সবচেয়ে বড় স্বস্তি নিয়ে আসে সাকিব আল হাসান, হার্ডহিটার জ্যাসন রয়কে (৪১) রানে ফিরিয়ে দিয়ে। লং অফের সীমানা থেকে চমৎকার একটি ক্যাচ নেন সাব্বির রহমান।

পরের ওভারেই  বেয়ারস্টো আউট। মিড অফে ঠেলে দিয়ে দ্রুত রান নিতে চেয়েছিলেন বেয়ারস্টো। কিন্তু সেখানে দাঁড়ানো সাব্বিরের ক্ষিপ্রতার কাছে হার মানতে হলো। কোনো রান না করেই সাজঘরে ফিরতে হল বেয়ারস্টোকে।

সকালের দিকে বৃষ্টিপাত হলেও মীরপুরের আবহাওয়া এখন খেলার উপযোগী। বাংলাদেশ সময় ২.৩০ মিনিটে খেলা শুরু হয়েছে।

বাংলাদেশ একাদশ : ১. তামিম ইকবাল ২. ইমরুল কায়েস ৩. সাব্বির রহমান ৪. মুশফিকুর রহিম ৫. সাকিব আল হাসান ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. মোসাদ্দেক হোসেন সৈকত ৮. মাশরাফি বিন মুর্তজা ৯. মোশাররফ হোসেন রুবেল ১০. শফিউল ইসলাম ১১. তাসকিন আহমেদ।