চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আয়কর মেলায় বিভিন্ন সেবা নিয়ে ‘ভ্যাট অনলাইন’

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এবারের আয়কর মেলায় বিভিন্ন সেবা নিয়ে হাজির হয়েছে রাজস্ব বোর্ডের আওতাধীন ‘ভ্যাট অনলাইন’।

মেলায় ভ্যাট অনলাইনের স্টলে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার পাশাপাশি উক্ত প্রজেক্টের বিভিন্ন সুবিধা বিস্তারিত জানার সুযোগ পাবে। নিমিষেই নিবন্ধন করার পাশাপাশি ভ্যাট অনলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্যও পাওয়া যাবে এই স্টল থেকে।

মেলায় থাকা স্টল ছাড়াও দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ভ্যাট প্রদানের লক্ষ্যে যে কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন এবং দেশব্যাপি ভ্যাট অনলাইন সার্ভিস সেন্টার থেকে ভ্যাট সংক্রান্ত যেকোনো সেবা পাওয়ার সুযোগ পাবেন।

উল্লেখ্য, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে vat.gov.bd ঠিকানার ওয়েবসাইটে গিয়ে অনলাইন নিবন্ধন করতে পারবেন।