চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আহত শ্রমিকদের জন্য ফান্ড গঠনের সুপারিশ

তিন বছর পেরিয়ে গেলেও রানা প্লাজা ধসের ঘটনার আইনী প্রক্রিয়াগুলোর এখনো প্রাথমিক নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে নাগরিক সমাজ। রাজধানীর ব্র্যাক সেন্টারে আইএলও’র সহযোগিতায় সংলাপের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি। সেখানে শ্রমবিধি সংশোধনসহ বীমা ব্যবস্থা চালু ও লেবার ওয়েলফেয়ার ফান্ড গঠনের সুপারিশ করা হয়।

সিপিডির পক্ষ থেকে প্রতিবেদনে আইনী প্রক্রিয়াসহ স্বাস্থ্যসেবা, পুনঃনিয়োগ, আর্থিক সেবা এবং নিখোঁজ ৫৫ জনের পরিবারের ক্ষতিপূরণের বিষয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেয়া হয়।

সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি, মানবাধিকার সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সরকারের প্রতিনিধিরা অংশ নেন।