চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আসামে তুলে নেয়া হচ্ছে করোনার বিধিনিষেধ

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আসামে সকল ধরনের কোভিড বিধিনিষেধ তুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রদেশটিতে গত ২ সপ্তাহ যাবৎ করোনা আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বরাতে এনডিটিভি জানায়, করোনা পরিস্থিতি উন্নতির কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আসামে সকল ধরনের বিধিনিষেধ তুলে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের নিয়মকানুন জারি থাকবে। রাতের বেলার কারফিউ তুলে দেয়া হবে এবং শপিং মল, সিনেমা হল পুরোদমে সচল রাখা হবে।

মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ ও নির্বাচন সংক্রান্ত কাজও স্বাভাবিক হবে আগামী দিনগুলোতে। তবে শিক্ষার্থীদেরকে করোনার ভ্যাকসিন নেবার অনুরোধ জানান তিনি।

গত মাসে ভ্যাকসিন গ্রহণ ব্যতীত সকল ধরনের সামাজিক কাজ থেকে মানুষকে বিরত থাকার বিধান জারি করা হয় প্রদেশটিতে। সকলকে ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র সহ যেকোন কাজে অংশগ্রহণ করতে হতো।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় আসামে ২৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।