চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আসছে মীর সাব্বির-নাদিয়া জুটির ‘কর্পোরেট ভালোবাসা’

প্রচারে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘কর্পোরেট ভালোবাসা’। যে নাটকের গল্প আবর্তিত হয়েছে কর্পোরেট জগত ঘিরে।

নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। চিত্রনাট্য তারই। ভাইসব প্র ডাকশনের ব্যানারে নির্মিত নতুন এ নাটকটি প্রযোজনা করেছেন সুজন মাহমুদ। 

পরিচালক সাজিন আহমেদ বাবুর দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে উবার, কিড সোলাইমানের দুই কিস্তি। ‘ছেড়াদ্বীপ’ নামে ২০০৯ সালে প্রথম ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন তিনি। একযুগ পর আবারও ধারাবাহিক বানালেন তরুণ এ নির্মাতা।

তবে এই নির্মাতা এর বাইরে একাধিক খণ্ড নাটক ও ধারাবাহিকের চিত্রনাট্য করে প্রশংসা পেয়েছেন।

সাজিন বাবু বলেন, শহুরে জীবনে কর্পোরেট অফিস করতে করতে আমাদের আবেগ অনুভূতিগুলোও তেমন হয়ে যায়। প্রেম ভালোবাসাও কর্পোরেট কেন্দ্রিক হয়ে যায়। বর্তমান ধারাবাহিক নাটকে গল্পের আগামাথা হারিয়ে যায়, এখানে তেমনটি নেই।

পরিচালক মনে করেন, ধারাবাহিক নাটক যদি দর্শক না দেখতো তাহলে এতো বড় ইন্ডাস্ট্রি টিকে থাকতো না। টিভি এবং বেশিভাগ শিল্পী টিকে আছে ধারাবাহিক নাটক দিয়ে। তিনি বলেন, চেষ্টা করেছি করে ভালো কাজ উপহার দেয়ার। দর্শক গ্রহণ করলে পরিশ্রম স্বার্থক হবে।

‘কর্পোরেট ভালোবাসা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, নিশাত প্রিয়ম, জামিল হোসেন, মানসী প্রকৃতি, আশিক চৌধুরী প্রমুখ। ১ জুন থেকে রাত ১০ টায় মঙ্গল থেকে বৃহস্পতিবার নাগরিক টিভিতে প্রচার হবে।

পরিচালক জানালেন, টিভিতে প্রচারের পরে ইউটিউবেও পাওয়া যাবে ‘কর্পোরেট ভালোবাসা’।