চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আসছে বর্জ্য ব্যবস্থাপনা আইন

ঢাকা শহরে বর্জ্যর পরিমাণ বাড়ছে। কিন্তু এখনো সেকেলে পদ্ধতিতে করা হচ্ছে এর ব্যবস্থাপনা। সব বর্জ্য একসঙ্গে করে ল্যান্ডফিলে গাদা করা হচ্ছে। এতে দূষিত হচ্ছে পরিবেশ। পরিস্থিতি মোকাবেলার জন্য করা হচ্ছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন।

ঢাকা শহরে এখনো বাসাবাড়ি, দোকানপাট এবং প্রতিষ্ঠান থেকে সেকেলে পদ্ধতিতে বর্জ্য সংগ্রহ করা হয়। সিটি করপোরেশনের কর্মীরা খোলা ভ্যানে করে বর্জ্য নিয়ে এলাকার ট্রান্সফার স্টেশন বা খোলা জায়গায় জড়ো করে। সেখান থেকে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় ল্যান্ডফিলে। দিন দিন বর্জ্যের পরিমাণ বাড়তে থাকায় এ পদ্ধতি অকার্যকর ও দূষণের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

উত্তর সিটি করপোরেশন দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির উত্তরণের কথা বলে আসছে। শুধু সিটি করপোরেশন নয়, বর্জ্যর সঠিক ব্যবস্থাপনার জন্য জনগণকেও দায়িত্বশীল হতে হবে। তাই এ নিয়ে নতুন আইন করা হচ্ছে।

ঢাকার জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে বর্জ্যর পরিমাণ যে হারে বাড়ছে, এখনি সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় না আনা গেলে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: