চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশ্রমে খাওয়ার পর থালা পরিষ্কার করলেন রাহুল-সোনিয়া

একটি আশ্রমে খাবারের পর নিজেদের থালা নিজেরাই পরিষ্কার করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও তার মা সোনিয়া গান্ধী।

মহারাষ্ট্রের ওয়ারধাহ’তে অবস্থিত আশ্রমে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা খাবারের থালা পরিষ্কার করেন।

এনডিটিভি জানায়, ওয়ারধাহ’র সেভাগ্রাম (বাপু কুটি) আশ্রমে জীবনের শেষ কয়েকটি বছর কাটিয়েছেন মহাত্মা গান্ধী। মঙ্গলবার সেখানে যান কংগ্রেসের নেতৃবৃন্দ। সেখানে দুপুরের খাবার খান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওতে দেখা যায়, খাবার শেষে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীসহ অন্য নের্তৃবৃন্ধ খাবারের থালা ধুতে যান। পানির কল ছেড়ে নিজেরাই নিজেদের থালা পরিষ্কার করেন।

পরে রাহুল গান্ধী আশ্রমের পাশে একটি চারাগাছ রোপন করেন ও পদ যাত্রায় নের্তৃত্ব দেন।

মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে গতবছর তার ১৪৯তম জন্মবার্ষিকীতে সেভাগ্রামে প্রার্থনা সভার আয়োজন করে কংগ্রেস। ওই সভায় সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অংশগ্রহণ করেন।