চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশা করি আমাদের বিমান ব্যবস্থায় প্রভাব পড়বে না: তিশা

এক নিমিষেই গোটা দেশকে স্তম্ভিত করে দিয়েছে নেপালের বিমান দুর্ঘটনা। সোমবার (১২ মার্চ) দুপুরে ঢাকা থেকে নেপালগামী ইউএস বাংলার বিমান কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫০ জন।

সেই শোকের আবহ চলছে দেশবাসীর মনে। এমন বিমান দুর্ঘটনায় নিজ দেশের এত নিহতের খবর এদেশের মানুষ আগে পায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে এই বিষয়ে নিজেদের শোক প্রকাশ। সোমবার রাতে এ নিয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

ইংরেজিতে লেখা তিশার বার্তাটি বাংলায় অনুবাদ করা হল পাঠকদের জন্য-

‘কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি হৃদয় থেকে আমার গভীর সমবেদনা। আল্লাহ প্রতিটি পরিবারকে তাঁদের এই কঠিন সময় পার করার শক্তি দিন। আশা করি, এ ঘটনায় আমাদের দেশের বিমান ব্যবস্থায় কোন প্রভাব পড়বে না’।

চ্যানেল আই অনলাইন- নুসরাত ইমরোজ তিশার ফেসবুক পোস্ট
নুসরাত ইমরোজ তিশার ফেসবুক পোস্ট