চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আলোচিত শিশু সাঈদ হত্যা মামলার চার্জ গঠন মঙ্গলবার

সিলেটে শিশু আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে আগামীকাল মঙ্গলবার। সোমবার সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক আব্দুর রশীদ আসামীদের উপস্থিতিতে এ দিন ধার্য করেন।

চতুর্থ শ্রেণীর ছাত্র সাঈদকে অপহরণের পর হত্যা করা হয়। এই ঘটনায় সিলেট বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, পুলিশের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিব ও মাহি হোসেন মাছুম বিরুদ্ধে মামলা করা হয়।

গত ১১ মার্চ সিলেট নগরীর রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ৯ বছরের শিশু আবু সাঈদকে অপহরণ দুর্বৃত্তরা। পরে ১৩ মার্চ রাত সাড়ে ১০টায় পুলিশ কনস্টেবল এবাদুর রহমানের বাসার ছাদের চিলেকোঠা থেকে আবু সাঈদের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বিমানবন্দর থানার কনস্টেবল এবাদুর, পুলিশের সোর্স গেদা ও ওলামা লীগ নেতা রাকিবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তারা তিনজনে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতে আত্মসমর্পণ করে আরেক আসামি মাহি হোসেন মাছুম।