চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলোচিত ‘দি ডিরেক্টর’ নিয়ে আসছেন কামু

নানা ঘাত প্রতিঘাতে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে দর্শকের কাছে আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। তারকা বহুল এই ছবিটি শিগগির দর্শকরা দেখতে পারবেন বলে চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন কবি ও নির্মাতা কামরুজ্জামান কামু।

২০১৩ সালে সেন্সরে জমা পড়ে কামরুজ্জামান কামুর ‘দি ডিরেক্টর’। ছাড়পত্র পাওয়ার পরিবর্তে সেসময় ছবিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে মুক্তি আটকে দেয়া হয়। দীর্ঘদিন ছবিটি সেন্সরবোর্ডে পড়ে ছিলো। এরমধ্যে ছবিটির মুক্তি নিয়ে আন্দোলন সংগ্রামও কম হয়নি। যারই প্রেক্ষিতে ২০১৫ সালে সেন্সর পায় ‘দি ডিরেক্টর’। ছবি মুক্তির ছাড়পত্র পেলেও উপযুক্ত পরিবেশক না পেয়ে আবারও ঝুলে পড়ে ‘দি ডিরেক্টর’ মুক্তি। সেন্সর হাতে পাওয়ার প্রায় তিন বছর পর এবার ছবিটি মুক্তি দিতে বদ্ধপরিকর নির্মাতা কামু।

শিগগির দর্শক আলোচিত ‘দি ডিরেক্টর’ দেখতে পারবেন। তবে বড় পর্দায় নয়, বরং ছবিটি মুক্তি পাচ্ছে ইউটিউবে। এমনটা জানিয়ে চ্যানেল আই অনলাইনকে কামু বলেন, ‘দি ডিরেক্টর’ একটি বিরাট জার্নি। এই ছবি নিয়ে যা হয়েছে সেগুলো নিয়েই আলাদা একটা ছবি নির্মাণ করা সম্ভব। তবে এই মুহূর্তে পেছনের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করতে চাই না, বরং অসংখ্য মানুষ ‘দি ডিরেক্টর’ দেখতে প্রতীক্ষায় আছেন, যারা নিয়মিত ছবিটির খোঁজ খবর জিজ্ঞেস করেন। তাদেরকে সিনেমাটা দেখাতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি শিগগির ছবিটি ‘সান বিডিটিউব’ নামের ইউটিউবে চ্যানেলে ছবিটি মুক্তি দিবো। তারপর সিনেমা কেমন হয়েছে সেটা দর্শক বিচার করুক।

ছবিটি মুক্তির আগে এরইমধ্যে ছবির গান, ট্রেলার, টিজার ইউটিউবে প্রকাশের পরিকল্পনা করছেন কামু। এরইমধ্যে ইউটিউব চ্যানেলটিতে ‘দি ডিরেক্টর’ ছবির দুটি গান রিলিজ দিয়েছেন। দুটি গানই মানুষের মুখে মুখে ফিরছে। এরমধ্যে একটি গান ‘আমি তোমার ডিরেক্টর, তুমি হিরোইন’ গানটি মারজুক রাসেলের লেখায় কণ্ঠ দিয়েছেন মমতাজ ও মারজুক নিজেই। এছাড়া আরেকটি গান ‘হাতের উপর হাতের পরশ রবে না’ গানটির গীতিকার ও শিল্পী কামরুজ্জামান কামু নিজেই।

‘দি ডিরেক্টর’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, মারজুক রাসেল, নাফা, কচি খন্দকার, তারেক মাহমুদ, মোশাররফ করিম, সুইটি, নাফিজা, বাপ্পি আশরাফ, কামরুজ্জামান কামু প্রমুখ।

‘দি ডিরেক্টর’ ছবির গান ‘তুমি আমার ডিরেক্টর, আমি হিরোইন’: