চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আলোকিত স্থাপনা: সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ

মালয়েশিয়ার সিলাঙ্গরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মসজিদ, সুলতান সালাহউদ্দিন আব্দুল আজিজ মসজিদ। মসজিদটির নির্মাণ শুরু হয় ১৯৮২ সালে, শেষ ১৯৮৮ সালে। দৃষ্টিনন্দন এই মসজিদটির স্থপতি দাতো বাহারউদ্দিন আবু কাসিম। ১টি গম্বুজ ও ৪টি মিনার রয়েছে। গাঢ় নীল এবং রূপালী রঙের বিশেষ কারুকার্যের  সমন্বয়ে গম্বুজটি গঠিত। নীল গম্বুজবিশিষ্ট হওয়ার কারণে অনেকে নীল মসজিদ নামে ডাকে। একসঙ্গে ২৪ হাজার মানুষ নামায আদায় করতে পারে।