চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলোকিত স্থাপনা: জামা মসজিদ

ভারতের বৃহত্তম মসজিদ, দিল্লিতে অবস্থিত, ‘জামা মসজিদ’। আগে মসজিদ-ই-জাহান-নুমা নামে পরিচিত ছিল। মুঘল সম্রাট শাহজাহান ১৬৪৪ থেকে ১৬৫৬ সালের মধ্যে মসজিদটি নির্মাণ করেন। মসজিদটির নির্মাণ কাজে সে সময় প্রায় ১০ লক্ষ রুপি খরচ হয়। মসজিদের অভ্যন্তরে লাল বেলে পাথর ও মার্বেল ব্যবহার করা হয়েছে। একসাঙ্গে প্রায় ২৫ হাজারের বেশি মানুষ নামায আদায় করতে পারে।