চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলোকিত স্থাপনা: আল সালেহ মসজিদ

ইয়েমেনের বৃহত্তম এবং সবচেয়ে আধুনিক মসজিদ। সানাতে অবস্থিত ‘আল সালেহ মসজিদ’। এর আয়তন ২৭,৩০০ বর্গ মিটার। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ ২০০৮ সালে এটি উদ্বোধন করেন। মসজিদটিতে ৫টি গম্বুজ ও ৬টি মিনার রয়েছে। মসজিদির অভ্যন্তরে কালো ব্যাসেল্ট পাথর এবং লাল, সাদা ও কালো চুনাপাথর ব্যবহার করা হয়েছে। নির্মাণ ব্যয় ৬০ মিলিয়ন মার্কিন ডলার। একসঙ্গে ৪৪ হাজার মানুষ নামায আদায় করতে পারে।