চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আলাউদ্দিন আলী স্মরণে চ্যানেল আইয়ে ‘আমার যত গান’

কিংবদন্তী সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ছিলেন আলাউদ্দিন আলী। টানা কয়েক দশক তার সুরে জনপ্রিয়তা পেয়েছে অসংখ্য বাংলা গান। দেশ বিদেশের অসংখ্য বাঙালি উদ্বেলিত হয়েছেন তার গানে। মুগ্ধ হয়েছেন তার সুর করা গান শুনে।

এই কিংবদন্তী সুরকারকে গানে গানে স্মরণ করার উদ্যোগ নিয়েছে চ্যানেল আই।

চ্যানেল আই স্টুডিও থেকে সপ্তাহের প্রতি রবিবার বিকেল ৩টা ৫ মিনিটে সরাসরি প্রচারিত হয় বিভিন্ন যুগের বিভিন্ন জনপ্রিয় গানের অনুষ্ঠান ‘আমার যত গান’। এবার আলাউদ্দিন আলী স্মরণে থাকছে বিশেষ পর্ব।

রবিবার (২৩ আগস্ট) এর পর্বে অংশ নিবেন এ প্রজন্মের সংগীতশিল্পী সেরাকণ্ঠ তিন্নি ও ঐশি এবং ক্ষুদেগানরাজ পুষ্পিতা।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন অনন্যা রুমা। পুরো অনুষ্ঠানজুড়ে শিল্পীরা আলাউদ্দিন আলীর গানের ভাণ্ডার থেকে বাছাইকৃত গানগুলো একক ও দ্বৈত কণ্ঠে পরিবেশন করবেন।