চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আলতাফ মাহমুদের জীবন নিয়ে উপন্যাস ‘আলতাফ’

একটি ঈদ সংখ্যায় প্রকাশ হওয়ার পর খুব শিগগিরই বই হিসেবে আসছে আলতাফ মাহমুদের জীবন অবলম্বনে অমিত গোস্বামী রচিত উপন্যাস ‘আলতাফ’। এমন তথ্য জানিয়ে মঙ্গলবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ।

তিনি লিখেছেন: ‘গত তিন চার বছর ধরে প্রতি বছর বাংলাদেশে দুই তিনবার করে আসা যাওয়া আর আমাদের বাড়িতে থেকে সবার কাছ থেকে পুটপুট করে প্রশ্ন করতে করতে বাবার গল্প শুনতে চাওয়া অমিত শেষ পর্যন্ত “আলতাফ” লিখেই ফেলেছে।

‘প্রচুর তথ্য সমৃদ্ধ এই উপন্যাসটি বই আকারেও ছাপা হবে আগামীতে। বাংলা এবং ইংরেজীতে অনুবাদ হয়ে। সেটুকু সময়ের তর সইতে না পেরে “আমাদের সময় ঈদসংখ্যা”তে আগেভাগেই দিয়ে দিয়েছে অমিত।

‘আমরা অনূকরণীয় ব্যক্তিদের গল্প শুনতে বেশী ভালোবাসি কিন্তু অনূকরণ করতে নয়। “আলতাফ” পড়বার পর কোন একদিন আমার এই আক্ষেপ ঘুঁচাবে আগামী প্রজন্ম। অপেক্ষায় থাকবো।

‘যে কোন লেখকের পূর্ণ স্বাধীনতাকে বরাবর সমর্থন করি। এখানেও তাই ঘটেছে। কলকাতা বসে আলতাফ মাহমুদকে খুঁজে বের করে সত্য ঘটনা অবলম্বনে একটা উপন্যাস লিখে ফেলবার সাহস হয়তো অমিতের আলতাফকে অনূকরণ করবার প্রথম ধাপ।

‘তবে এখন অমিত আমার চাইতেও মনে হয় আলতাফকে বেশী চেনে। জানে। বোঝে। অনেক ভালো লাগে তাই।

আলতাফ মাহমুদ