পড়াশুনা করতে ভালো লাগে না। মাঠে খেলতে গেলে মা শুধু বকা দেয়। বাবা খেলতে দিলেও খুব বেশি না। ছোট্টবেলায় ডানপিঠে এক বালক এরকম অনুভুতি নিজের ভাষায় লিখেছিলেন কবিতায়। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। অনেকেই জানেন না যে তার ডাক নাম তাজীম।
স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় নিজের মনের কথাগুলো বের হয়ে এসেছিলো ক্ষুদে তাসকিনের কাছ থেকে।
তার কবিতা: আমার নাম তাজীম/ খেলি শুধু লাটিম/ মা দেখলে দেয় মার/ বাবা দেয় বকা/ সারাক্ষণ পড়া শুধু / সারাক্ষণ পড়া। একটুখানি জিরাব ত/ তার নাই যে ভাই খোঁজ/ সন্ধ্যায় টিচার, দুপুর বেলায় হুজুর। একটু খানি খেলব যে ভাই/ নেইতো যে সময়/ বাবা দেয় একটু খেলতে/ মানা করে মা/ সারাক্ষণ পড়া যে ভাই/ সারাক্ষণ পড়া।
এমন কবিতা প্রসঙ্গে চ্যানেল আই অনলাইনকে তাসকিন বলেন, কবিতাটি আসলে স্কুলের নবীন বরণ অনুষ্ঠানের জন্য লিখেছিলাম। কোনো কিছু ভেবে লিখিনি। পড়াশুনা করতে ভালো লাগতো না। পড়তে গেলেই ঘুম পেয়ে যেতো। এরকম ভেবেই লিখেছিলাম কবিতাটি।
কবিতা আর লেখার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে মুখচোরা হাসি দিয়ে তাসকিন বলেন, ছোটবেলার প্রতিচ্ছবি নিয়ে কবিতাটি লিখেছি। কিন্তু এ ধরণের কবিতা এখন আর লেখার ইচ্ছে নেই। কারণ তখন পড়াশুনা করতে ভালো লাগতো না। বাবা- মা মাঠে খেলতে দিতো না। আর এখনতো খেলছি, বিবিএ-তে পড়াশুনাও করছি।
কবিতাটি তাসকিন তার নিজস্ব ফেইসবুক পেজে শেয়ার করেছেন। শেয়ার করার পর তার অনেক ভক্ত রীতিমতো অবাক। এক ভক্ত তাসকিনকে বলেছেন, তাসকিন ভাই আপনার কবিতাটা পড়ে আমার এই কবিতাটার কথা মনে পড়ল “আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এ যুগে সেই বয়সেই লেখাপড়া কর মেলা’। অনেকেই বলেছেন, কবি তাসকিন, তোমার কবিতাটি অনেক সুন্দর হয়েছে।
কবিতা লেখার সময় মোহাম্মদপুর বয়েজ স্কুলে পড়তেন তাসকিন আহমেদ। আর এখন পড়ছেন এ আই ইউ বি-তে। তবে সব ছাপিয়ে তাজীমের বড় পরিচয় এখন বাংলাদেশ জাতীয় দলের পেসার।
১৯৯৫ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্ম তার। বেড়ে উঠা জাকির হোসেন রোডে। গত বছরের ১৭ জুন ভারতের বিপক্ষে তার ওয়ানডে অভিষেক হয়। অভিষেকেই ৫ উইকেট নিয়ে আলোড়ন তুলেছিলেন তিনি। এখন পর্যন্ত ১২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তাসকিন, ২৭.৩১ গড়ে উইকেট নিয়েছেন ১৯টি।
জাতীয় দলে সুযোগ পাওয়ার আগেই নেট জেনারেশনের কাছে সেন্সেশনে পরিণত হয়েছিলেন তাসকিন আহমেদ। ২০১২ সালে ইংল্যান্ড-১৯ দলের বিপক্ষে তার খেলার একটি ভিডিও ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে।







