চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আর্সেনালের কোচ হয়ে গার্দিওলাকে বিপদে ফেললেন আর্তেতা?

ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারী কোচ। সেখান থেকে এক লাফে আর্সেনালের প্রধান কোচের দায়িত্বে মিকেল আর্তেতা। নিজের প্রধান সহকারীকে হারিয়ে ক্রান্তিকালে বিপদে পড়ে গেলেন সিটিজেন কোচ পেপ গার্দিওলা?

ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কঠিন সময় পার করছে ম্যানসিটি। লিগ শিরোপা ধরে রাখার মিশনে একপ্রকার ছিটকেই গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষ দল লিভারপুলের সঙ্গে তিনে থাকা সিটির পয়েন্ট ব্যবধান ১৪। এ অবস্থায় পরিস্থিতি আরও কঠিন করে তুললেন আর্তেতা।

২০১৬ সালে আর্সেনাল থেকে অবসরে যাওয়ার পর ম্যানসিটির সহকারী কোচের দায়িত্ব পান আর্তেতা। দ্রুতই উঠে আসেন প্রধান সহকারী কোচের পদে। ম্যানসিটিতে গার্দিওলার সাফল্যের অন্যতম নেপথ্য নায়ক হলেন আর্তেতা। খেলোয়াড়দের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বী।

আর্তেতা চলে যাওয়ায় খেলোয়াড় আর মূল কোচের সম্পর্কের মাঝে তৈরি হয়েছে বড় এক শূন্যতা। গার্দিওলা নিজেও চাচ্ছেন না দ্রুতই তা পূরণ হোক। শনিবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় সহকারী রোদোলফো বোরেলকে দিয়েই কাজ চালিয়ে নেবেন, ‘এই মুহূর্তে আমরা কাউকে দলে যোগ করছি না। যারা আছে তাদের নিয়েই কাজ চালিয়ে নিতে হবে।’

আর্তেতাকে নতুন জীবনের জন্য শুভ কামনা জানালেও এ মুহূর্তে যে বিপদে আছেন সেটা গার্দিওলাই ভালো জানেন। সেটি আরও বাড়তে পারে নতুন কাউকে এখনই সহকারী বানালে। কঠিন সময়ে নতুন দর্শন খেলোয়াড়দের মনোজগৎ করে তুলতে পারে আরও জটিল। গার্দিওলা আশে পাশে এমন মানুষদেরই চান যারা তার কথার সঙ্গে সঙ্গে ‘হ্যাঁ’ বলবে, তার ইঙ্গিত বুঝবে।

শুক্রবার উনাই এমেরির উত্তরসূরি হিসেবে দুবছরের জন্য আর্সেনালের দায়িত্ব পান তাদেরই সাবেক ফুটবলার ৩৭ বছর বয়সী আর্তেতা। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত গানারদের হয়ে ১৪৯টি ম্যাচ খেলে অবসরে যান সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।