চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আর্সেনালকে হারিয়ে ৭৪ বছর পর ফেরা রাঙাল ব্রেন্টফোর্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে শুরুর ম্যাচেই মিলল চমক। আর্সেনালকে হারিয়ে ইংলিশ শীর্ষ লিগে ফেরা রাঙিয়েছে ব্রেন্টফোর্ড। ৭৪ বছর পর ইপিএলে ফিরেছে ক্লাবটি।

শুক্রবার রাতে ঘরের মাঠে আর্সেনালকে ২-০ গোলে আটকে দেয় ব্রেন্টফোর্ড। গোল করেছেন সার্জিও ক্যানোস ও ক্রিস্টিয়ান নোয়ের্গার্ড।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

উদ্যমী, প্রাণ সঞ্জীবনীতে ভরপুর ও দক্ষ এক দল গড়ে তুলেছেন কোচ থমাস ফ্রাঙ্ক। ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে আবেগে ঠাসা রাতে সেটারই এক ঝলকের দেখা মিলেছে।

ম্যাচের ২২ মিনিটে লিড নেয় স্বাগতিকরা। ইথেন পিনোকের বাড়ানো বলে জাল খুঁজে নেন সার্জিও ক্যানোস। ওই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রেন্টফোর্ড।

মধ্যবিরতির পর ফিরেও উত্তাপ ধরে রাখে ব্রেন্টফোর্ড। দ্বিতীয় সাফল্য পেতে ম্যাচ গড়িয়ে যায় ৭৩ মিনিট। সেসময় ক্রিস্টিয়ান নোয়ের্গার্ডের গোলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়।

অন্তত এক রাতের জন্য হলেও প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে থাকা উদযাপন করছে দলটি।