চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আর্জেন্টিনা দলে উপেক্ষিতই দিবালা

চোট সেরে উঠেছেন। চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে গোল করে জিতিয়েছেন জুভেন্টাসকে। এরপরও আর্জেন্টিনা দলে উপেক্ষিত রইলেন পাওলো দিবালা। জুভদের ফরোয়ার্ডকে বাইরে রেখেই ইতালি ও স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচের দল সাজিয়েছেন কোচ হোর্হে সাম্পাওলি।

দিবালার সঙ্গে দলে ডাক পাননি আরেক উপেক্ষিত ফরোয়ার্ড মাউরো ইকার্দি। দুজনের বদলে দলে ঢুকেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ড অ্যাঙ্গেল কোর্রেয়া।

দলে থাকলেও প্রীতি ম্যাচে নাও খেলতে পারেন সার্জিও আগুয়েরো। ম্যানসিটি তারকা নিজেই জানিয়েছেন গত সপ্তাহে হাঁটুতে চোট পেয়েছেন।

ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ২৩ মার্চ ইতালির মুখোমুখি হবে আর্জেন্টিনা। চারদিন পর ওয়ান্ডা মেট্রোপলিটানে স্পেনের বিপক্ষে নামবে দুবারের বিশ্বকাপ জয়ী দলটি।

রাশিয়া বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইসরায়েলেরও মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, নাহুয়েল গুজম্যান, উইলি কাভালেরোও।
ডিফেন্ডার: ফেদেরিকো ফাজিও, গ্যাব্রিয়েল মের্কাদো, নিকোলাস ওটামেন্দি, মার্কোস আকুইনা, এডুয়ার্দো সালভিও, রামিরিও ফুনেস, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস রোহো, ফ্যাব্রিসিও বুস্তোস।
মিডফিল্ডার: হাভিয়ের মাশ্চেরানো, এভার বানেগা, লুকাস বিগলিয়া, লিওনার্দো পারাদেস, অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভান্নি লো সালসো, ম্যানুয়েল লানজিনি, পাবলো পেরেস ও ম্যাক্সিমিলিয়ানো মেজা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, ক্রিস্টিয়ান পাবন, লাওতারো মার্টিনেজ, ডিয়েগো পেরোত্তি।