চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আম্পায়ার যেহেতু আউট দিয়েছে, সেটা আউটই’

এশিয়া কাপের ফাইনালে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। সেটিও ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে। ব্যাপারটা রোমাঞ্চকর হলেও ফাইনালে হারায় দিনটি লিটন দাসের জন্য ছিল আক্ষেপের।

লিটন আর কিছুক্ষণ উইকেটে কাটাতে পারলে পুঁজি বাড়তে পারত বাংলাদেশের! শিরোপার মঞ্চে ১২১ রানের ইনিংস খেলা এ ডানহাতি ব্যাটসম্যানের আউট নিয়ে বিতর্ক হয়েছে। স্টাম্পিং হয়ে লিটন যখন সাজঘরে ফেরেন তখন ৪১তম ওভারের খেলা চলছিল, হাতে আরও ৯ ওভার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

সাজঘরে ফেরার পথে জায়ান্টস্ক্রিনে তাকিয়ে নিজের আউটটি বারবার দেখছিলেন লিটন। সত্যিই আউট ছিলেন কিনা দেখছিলেন হতাশামাখা সন্দিহান চোখে।

লিটন আউটের পর রানের গতি কমে আসে বাংলাদেশের। ৫০ ওভার খেলেও ২২২ রানের বেশি এগোতে পারেনি টাইগাররা। ২২৩ রানের লক্ষ্য ভারত টপকায় শেষ বলে। আরও একবার এশিয়া কাপের ট্রফি হাতছাড়া হয় টাইগারদের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে নামার আগে প্রসঙ্গ টানতেই অবশ্য এশিয়া কাপের আম্পায়ারিং বিতর্ক দূরে সরিয়ে রাখলেন লিটন, ‘আরও কিছুক্ষণ খেলতে পারলে ভালো হত। দলের জন্য ও আমার জন্য। আর আউট নিয়ে কিছু বলার নেই। আম্পায়ার যেহেতু আউট দিয়েছে, সেটা আউটই।’