চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আম্পায়ারকে গালি দেয়ায় সেরেনার জরিমানা

আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানো এবং তাকে গালাগালি করে জরিমানা গুণতে হচ্ছে সেরেনা উইলিয়ামসকে। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে নিয়ম লঙ্ঘন করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রোববার ফাইনালে সেরেনাকে মাত্র ৭৯ মিনিটে ৬-২, ৬-৪ সেটে হারিয়ে ইউএস ওপেনের শিরোপা জেতেন জাপানের ২০ বছর বয়সী তারকা নওমি ওসাকা।

দ্বিতীয় সেট চলাকালীন চেয়ার আম্পায়ার কার্লোস রামোস লক্ষ্য করেন সেরেনার কোচ প্যাট্রিক মৌরেতাগলৌ ইশারার মাধ্যমে তাকে পরামর্শ দিচ্ছেন।

তখন আম্পায়ার সেরেনাকে বলেন এটা ‘প্রতারণা’। সেরেনা তীব্রভাবে তার বিরোধিতা করে বলেন, জেতার জন্য জীবনে কখনো তাকে প্রতারণার সাহায্য নিতে হয়নি।

এরপর আরো একটি ঘটনায় সেরেনা নিজের ওপর বিরক্ত হয়ে কোর্টে র‌্যাকেট ভেঙে ফেলেন। শাস্তি হিসেবে ওসাকাকে এক পয়েন্ট পেনাল্টি দেন আম্পায়ার। ক্ষোভে ফেটে পড়েন সেরেনা।

বাগবিতণ্ডা এতই তীব্র হয়ে ওঠে যে একসময় আম্পায়ারকে সেরেনা বলে বসেন, ‘আপনি চোর, আপনি আমার পয়েন্ট চুরি করেছেন।’

এই বক্তব্য শুনে ‘গালাগালি’ দেয়ার অভিযোগে সেরেনার একটি গেম ওসাকাকে দিয়ে দেন আম্পায়ার।

এসব কারণে সেরেনাকে ১৭ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ‍যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসেসিয়েশন।

আম্পায়ার রামোসকে গালাগালির জন্য ১০ হাজার ডলার, কোচের দিক থেকে ম্যাচ চলাকালে পরামর্শ নেয়ার জন্য ৪ হাজার এবং কোর্টে র‌্যাকেট ছুঁড়ে মারার কারণে সেরেনাকে ৩ হাজার ডলার জরিমানা করা হয়।