চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমি পরাজিত নই: আটবার মনোনয়ন পেয়েও অস্কার না পাওয়া প্রসঙ্গে গ্লেন ক্লোজ

‘হিলবিলি এলিজি’ ছবিতে অভিনয়ের জন্য ৯৩ তম অস্কারে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন গ্লেন ক্লোজ। কিন্তু এবারও হাত ছাড়া হলো অস্কার। এই নিয়ে ৮বার অস্কারে মনোনয়ন পেলেও অস্কার জিততে পারলেন না অভিনেত্রী। তবে এতে আক্ষেপ নেই তার।

এবছর সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার ‘মিনারি’র ইওন ইউ-জাং জিতে নেয়ায় লস অ্যাঞ্জেলস টাইমসের শিরোনামে এসেছেন গ্লেন ক্লোজ। তুলে ধরা হয়েছে তার ৮ বার মনোনয়ন পেলেও অস্কার না জেতার বিষয়টি। তবে ৭৪ বছর বয়সে অভিনেত্রী এই প্রসঙ্গে দ্য অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক ভিডিও ইন্টার্ভিউতে বলেছেন, তিনি সেই আর্টিকেলটি দেখেননি। তবে নিজেকে তিনি পরাজিত মনে করেন না।

গ্লেন ক্লোজ বলেছেন, ‘ওই বিভাগে কে পরাজিত? আপনি সেখানে জায়গা পেয়েছেন, ভালো কাজের স্বীকৃতি পেয়েছেন। এর চেয়ে ভালো আর কী হতে পারে?’

অভিনেত্রী আরও বলেন, ‘কে হারলো, কে জিতলো, কার পোশাক সবচেয়ে খারাপ ছিল, কে সবচেয়ে বাজে বক্তব্য রেখেছেন, এসব নিয়ে অন্যদের চাইতে গণমাধ্যমগুলোর মাথাব্যথাই বেশি।’

গ্লেন ক্লোজ জানান, করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর অস্কারের অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পেরে দারুণ উপভোগ করেছেন অনুষ্ঠানটি। -ইন্ডিয়ান এক্সপ্রেস