চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আমজাদ খানের মরদেহ পৌঁছাবে সন্ধ্যায়

দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা এবং প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর মরদেহ আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।

বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বিজয় সরণীর সেনা সামরিক জাদুঘর মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ডিউক মেডিকেল হাসপাতালে বাংলাদেশ সময় ৭টা ১৫ মিনিটে মারা যান কৃষি পণ্যের সফল বাণিজ্যিক উদ্যোক্তা। তিনি ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৬ বছর।

আমজাদ খান চৌধুরী স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আমজাদ খান ১৯৩৯ সালের ১০ নভেম্বর নাটোরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আলী কাশেম খান চৌধুরী। মায়ের নাম আমাতুর রহমান।