চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবার সেই বৃষ্টির শঙ্কা

জুন-জুলাই মাসে দেশে বৃষ্টি হবে এটাইতো স্বাভাবিক,
কিন্তু দেশের মাটিতে যদি থাকে ক্রিকেট সিরিজ তাহলে তা চিন্তার কথা। সেই
বৃষ্টির শঙ্কা নিয়েই বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে। প্রথম টি২০
ম্যাচ শুরু হচ্ছে স্থানীয় সময় দুপুর ১টায়, তখন মিরপুরের আকাশ মেঘাচ্ছন্ন
থাকলেও বৃষ্টি শুরুর সম্ভবনা রয়েছে বিকেল ৪টা নাগাদ। ক্রিকেটভক্তদের জন্য
এমনটাই জানাচ্ছে আবহাওয়ার খবর।

শনিবার মধ্যরাত থেকেই
মিরপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে হালকা বৃষ্টি হয়েছে। সকালে
বৃষ্টি না থাকলেও কালো মেঘ উড়ে যাচ্ছে মিরপুরের উপর দিয়ে। আবহাওয়া খবর বলছে,
দুপুর ২টার দিকে হালকা বৃষ্টির সম্ভবনা রয়েছে এবং বিকেল ৪টার দিকে বৃষ্টির
বেগ বাড়তে পারে।

আবহাওয়ার খবর সত্যি হলে ভারত সিরিজের
মতো এ সিরিজেও বাগড়া দিতে যাচ্ছে প্রকৃতি।

বৃষ্টির
কারণে খেলা পণ্ড হলে স্বাভাবিক ক্রিকেট আইনে ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে।
থাকছে না কোনো রিজার্ভ ডে’র ব্যবস্থা।