চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবার শীর্ষে ম্যানসিটি, জয় পেয়েছে টটেনহ্যাম-চেলসিও

ইপিএলের শিরোপা লড়াই নিত্যদিন সাপ-লুডোর খেলায় পরিবর্তন হচ্ছে। এক দল আজ শীর্ষে যাচ্ছে তো অন্যদল পরদিন তাদের পেছনে ঠেলে দিচ্ছে। বুধবার গভীর রাতে ঘরের মাঠে কার্ডিফকে হারিয়ে আরেকবার লিগের শীর্ষে পৌঁছে গেছে ম্যানচেস্টার সিটি। ফলে ৪৮ ঘণ্টার ব্যবধানে লিভারপুলকে সরিয়ে আবার চূড়ায় পেপ গার্দিওলার দল।

কার্ডিফকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দলের হয়ে গোল কেভিন ডি ব্রুইন এবং লেরয় সানের।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এই জয়ে ৩২ ম্যাচে ৮০ পয়েন্ট ম্যানসিটির। দ্বিতীয় স্থানে লিভারপুলের ৩২ ম্যাচে ৭৯ পয়েন্ট।

শিরোপা লড়াই ছাড়াও, জমে গেছে প্রথম চারের লড়াইও। মঙ্গলবার ম্যানইউ হেরে গিয়েছিল, সেই সুযোগ কাজে লাগিয়েছে টটেনহ্যাম এবং চেলসি। নিজেদের নতুন স্টেডিয়ামে টটেনহ্যাম ২-০ গোলে হারায় ক্রিস্টাল প্যালেসকে। গোল করেছেন হিউং-মিন সন ও ক্রিস্টিয়ান এরিকসন।

অন্য ম্যাচে ঘরের মাঠে সহজ জয় তুলে নেয় চেলসি। তারা ৩-০ গোলে হারায় নিচের সারির দল ব্রাইটন এন্ড হোব অ্যালবিওনকে। ব্লুজদের হয়ে গোল করেন এডেন হ্যাজার্ড, অলিভিয়ের জিরুদ ও রুবেন লোফ্টাস-চিক।

এই ম্যাচ পর ৩২ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্সেনাল। ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ম্যানইউ।