চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারো যুক্তরাষ্ট্রে পরমাণু হামলার হুমকি দিল নর্থ কোরিয়া

বিশ্বের শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে পুনরায় পরমাণু হামলার হুমকি দিয়েছে তাদের প্রতিবেশি দেশ নর্থ কোরিয়া এমটাই জানিয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম ডেইলি দ্য টেলিগ্রাফ।

নর্থ কোরিয়ার গণমাধ্যম ডিপিআরকে টুডের বরাত দিয়ে টেলিগ্রাফ জানায়, হামলার ভয়াবহতা ৯/১১ তে মৃত্যের সংখ্যাকেও ছাড়িয়ে যাবে।

নর্থ কোরিয়ার রাষ্ট্র প্রধান কিম জং উন জানিয়েছেন, আমাদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ক্ষুদ্র সংস্করণের বিচিত্র সব পারমাণবিক ক্ষেপনাস্ত্র রয়েছে। আমরা যুক্তরাষ্ট্রকে যে কোন দিক দিয়েই আক্রমণ করতে পারি, সেটা আকাশ পথ হোক, নৌ পথ হোক কিংবা স্থল পথ হোক।

দেশটির রাষ্ট্রপ্রধান আরও জানান, আমাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, পেন্টগন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার জন্য নিজেদের প্রস্তুত করে নিচ্ছে, তারা অপেক্ষায় রয়েছে শুধুমাত্র ঘোষণার জন্য।

নর্থ কোরিয়ার গণমাধ্যমগুলোয় মার্কিন যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা নিয়ে বেশ কিছু প্রচারণা শুরু করেছে ।

দেশটির এই নিয়ে সবচেয়ে বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে পারমানবিক ক্ষেপনাস্ত্র হামলার হুমকি দিল নর্থ কোরিয়া।

চলতি বছরের শুরুতে পরীক্ষামূলক ভাবে মাটির নীচে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল নর্থ কোরিয়া। এর পরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছিল পুরো যুক্তরাষ্ট্রকে মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে তারা।

গত মাসেই দুই দেশ যৌথ সামরিক মহড়া শুরু করেছে। অনেকে এই মহড়াকে অনুশীলনের নামে পরমাণু যুদ্ধ হিসেবে উল্লেখ করছে।