চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারো ভারতে ফিরতে চান তসলিমা

হত্যার হুমকি পেয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া বাংলাদেশী লেখক তসলিমা নাসরিন স্থায়ীভাবে ভারত ছাড়ছেন না বলে জানিয়েছেন। সামাজিক গণমাধ্যম টুইটারে টুইট করে তিনি বলেছেন, নিরাপদবোধ করলেই তিনি আবারো ভারতে ফিরে আসবেন।

বুধবার এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের নাস্তিক ব্লগারদের হত্যাকারী ইসলামী উগ্রবাদীদের দ্বারা হুমকি পেয়ে আমি শঙ্কিত। ভারত সরকারের সাথে দেখা করতে চেয়েছিলাম। সাক্ষাৎ পাইনি। চলে এসেছি। নিরাপদ বোধ করলেই ফিরে আসবো।’

বাংলাদেশী লেখক এবং মানবাধিকারকর্মী তসলিমা নাসরিন ভারত থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন বলে বুধবার খবর প্রকাশ করে বিবিসি।

সর্বশেষ জঙ্গি সংগঠন আল-কায়েদার কাছ থেকে হত্যার হুমকি পাওয়ার পর গত সপ্তাহে আমেরিকায় আশ্রয় নেন তিনি।

গত কয়েক বছর ধরে তসলিমা ভারতে বসবাস করছেন। সেখানে নিজেকে নিরাপদ ভাবছেন না বলে সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টুইট করেন।

তসলিমা ১৯৯৪ সালে হত্যার হুমকি পেয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। ওই সময় তার কিছু লেখা ‘ইসলাম বিরোধী’ উল্লেখ করে উগ্রবাদীরা তাকে হত্যার হুমকি দিয়েছিলো। এরপর এক দশক ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে কাটান তিনি।

ভারত সরকার এ লেখিকাকে সেদেশে সাময়িকভাবে বসবাসের অনুমতি দিলে ২০০৪ সাল থেকে তিনি সেখানে অবস্থান করছিলেন।