চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নিবন্ধনহীন ‘অধিকার’ নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়

নিবন্ধন নেই, নেই আয় ব্যয়ের হিসেবও। বছরের পর বছর বার্ষিক প্রতিবেদনও নেই। নানা অপতৎপরতার অভিযোগ থাকলেও একাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় বিতর্কিত সংস্থা ‘অধিকার’। তবে সেই সুযোগ দেয়নি এনজিও ব্যুরো। ব্যুরোর প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনও পর্যবেক্ষণের অনুমতি দেয়নি অধিকারকে।

আবারো আলোচনায় মানবাধিকার সংস্থা ‘অধিকার’। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সংস্থাটি।

সম্প্রতি বিতর্কিত তৎপরতার কারণে অধিকারের সব কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থা। এর আগে দুর্নীতি দমন কমিশন ‘অধিকার’র অনিয়ম নিয়ে তাদের সুপারিশ জানিয়েছিল। এনজিও বিষয়ক ব্যুরো নির্বাচন কমিশনে পাঠানো এক চিঠিতে বেসরকারি উন্নয়ন সংস্থা অধিকারের নিবন্ধনের মেয়াদ আর নেই বলে জানিয়ে দিয়েছে।

এনজিও ব্যুরোতে খোঁজ নিয়ে জানা যায়, অধিকারের রেজিষ্ট্রেশন নম্বর: ৯২৪। নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালের ২৫ মার্চ। ব্যুরোর নথি ঘেঁটে দেখা গেছে, অডিট রিপোর্ট দাখিল, বার্ষিক রিপোর্ট, প্রশাসনিক প্রত্যয়নপত্র, অডিট রিপোর্ট গৃহীত হওয়ার কপিই দাখিল করেনি সংস্থাটি। একটি মানবাধিকার প্রকল্পে ২০১৩ সালের পহেলা জানুয়ারি ৩৭ কোটি ৩৪ হাজার ৮শ’ ৩০ টাকা অর্থ ছাড় করা হয়। কিন্তু নানা অনিয়ম থাকায় এর পর এই প্রকল্পে আর কোনো অর্থ ছাড় দেয়া হয়নি। ২০১৩ সালে এই প্রকল্পে আরো ছাড় করা হয় ৫৪ কোটি ৯৪ লাখ ৭শ’ ১৮ টাকা। এই হিসেবে গড়মিল থাকায় এই প্রকল্পে ২০১৩ সালের পর আর কোনো অর্থ ছাড় করা হয়নি। আর একটি প্রকল্পে ৮৩ কোটি ৪৯ হাজার ৭শ’ ৯০ টাকা ছাড় করা হয় ২০১২ সালে। তবে সেখানেও রয়েছে নানা অনিয়ম আর অভিযোগ। ব্যুরো বলছে, ২০১৫ সালের পর ‘অধিকার’রের নামে আর কোনো অর্থ ছাড় দেয়া হয়নি।

সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, এনজিওর সুবিধা কাজে লাগিয়ে আসন্ন নির্বাচন ইস্যুতে রাষ্ট্র ও সরকারবিরোধী কাজে সংযুক্ত হয়েছে। এর আগেও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিপত্র লঙ্ঘন, প্রকল্প শেষ হলেও দাতা সংস্থার নগদ অর্থ গ্রহণ করা। এই ক্ষেত্রে ব্যুরোর করণীয় কি?

এনজিও ব্যুরো ২০১৬ সালের ২৮ জুলাই ‘অধিকার’র দাতা সংস্থাকে প্রকল্পে খরচ না হওয়া ১ লাখ ৫৫ হাজার ৬শ’ ৫ টাকা ফেরৎ নেয়ার অনুমতি দিয়েছে। দুদক, গোয়েন্দা সংস্থা এবং সারা দেশে এনজিও কার্যক্রম তদারকি করার দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের সুপারিশ পাওয়া গেলে অধিকারের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে এনজিও ব্যুরো।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে: