চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও সংক্রমণ বাড়ছে যুক্তরাজ্যে, ইন্দোনেশিয়াতেও পরিস্থিতি খারাপ

যুক্তরাজ্যে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮ হাজার ৫৫৩ জন। গত ১৫ জানুয়ারিতে সেখানে একদিনে শনাক্ত হয়েছে ৫৫ হাজার ৫৫৩ জন। তারপরে এটাই সর্বোচ্চ সংখ্যা। একদিনে করোনায় প্রাণ হারিয়েছে ৬৩ জন।

সেখানে মোট আক্রান্ত শনাক্ত হলো ৫২ লাখ ৩২ হাজার ৫৩৫ জন প্রাণ হারালো ১ লাখ ২৮ হাজার ৫৩০ জন।

সংক্রমণ বাড়ছে ইন্দোনেশিয়াতেও। একদিনে ৫৬ হাজার ৭৫৭ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত ২৭ লাখ ২৬ হাজার ৮০০ জন ছাড়িয়েছে। আর একদিনে ৯৮২ জনের মৃত্যুর মধ্যে দিয়ে মোট মৃতের সংখ্যা ৭০ হাজার ১৯২ জন।

ভারতে একদিনে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৭২ জন আর প্রাণ হারিয়েছে ৫৪৪ জন। সেখানে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ১০ লাখ ২৫ হাজার আর প্রাণ হারালো ৪ লাখ ১২ হাজারের বেশি।

বিশ্বে মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৮ কোটি ৯৭ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৪০ লাখ ৮২ হাজার ৬৩৭ জন।