চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও লাইফ সাপোর্টে লতা, অবস্থা আশঙ্কাজনক

কিংবদন্তী শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নেয়া হয়েছে লাইফ সাপোর্টে। এমন খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন গুণী এই শিল্পীর ভক্ত অনুরাগীরা।

এএনআই এর প্রতিবেদন অনুসারে, লতা মঙ্গেশকরের সার্বিক অবস্থার অবনতি। অবস্থা বেশ আশঙ্কাজনক। এরইমধ্যে নেয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।

গেল সপ্তাহেই ভেন্টেলেশন থেকে বের করা হয় তাকে। চিকিৎসক প্রীত সামদানি এবং তার টিমের পর্যবেক্ষণে ছিলেন লতা।

জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজিটিভ আসে লতার। তারপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তার শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, শনিবারের পাওয়া খবর অনুযায়ী আবারও পরিস্থিতি গুরুতর।

লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে এর আগেই দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়ো খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনও আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’