চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আবারও কারখানা শ্রমিকদের বিক্ষোভ, অবরুদ্ধ সড়ক

রাজধানীর বিমানবন্দরের সামনে প্রধান সড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ শুরু করেছে কারখানা শ্রমিকরা। 

সোমবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে তারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় সেখানে শুরু হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। শ্রমিকরা বাসেও আগুন দিয়ে দেয়।

এর আগে গতকাল রোববার সকাল ৯টার দিকে বেতন বৃদ্ধি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিভিন্ন ফ্যাক্টরির পোশাক শ্রমিকরা রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

তারা উত্তরার জসীমউদ্দীন, আজমপুর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সড়কে অবস্থান নেয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

পরে নতুন স্কেলে কারখানার শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে পোশাকশ্রমিকরা।