চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফ্রিকানদের জন্য বিল গেটসের ‘মুরগি দান’

আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করতে ‘মুরগি বিতরণ’ কর্মসূচি শুরু করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। দুর্গম সাব-সাহারান আফ্রিকায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীদের মাঝে ১ লক্ষ মুরগির বাচ্চা বিতরণের ঘোষণা দিয়েছেন তিনি।

মুরগির বাচ্চাগুলো লালন-পালন করে বড় করার পর এসব বিক্রি করে দারিদ্রতার তীব্রতা কমানো সম্ভব বলে মনে করেন বিশ্বের অন্যতম এই ধনকুবের। বিল গেটসের প্রত্যাশা এভাবে এই অঞ্চলের অন্তত ৩০ শতাংশ মানুষ উপকৃত হবে।

জাতিসংঘের এক হিসাব মতে আফ্রিকার এই এলাকার প্রায় ৪১ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে।

বিল গেটস বলেন,‘ একজন খামারী যদি ৫টি মুরগি পালন করেন তবে বছরে তার আয় হবে ১ হাজার ডলার যা দারিদ্র্য সীমার ৩’শ ডলার ওপরে’।

তবে অন্যদিক দিয়েও নিজের এই কর্মসূচিকে ব্যতিক্রম বলে মনে করেন তিনি। কারণ তার দেয়া মুরগির বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধে যাবতীয় ভ্যাকসিন বা টিকা দেয়া আছে। আফ্রিকার বর্তমান বাজারে মাত্র ৫ শতাংশ মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দেয়া সম্ভব হয়।