চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তানে ধর্মীয় সভায় আত্মঘাতী হামলা, বহু হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি ধর্মীয় সভায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৮৩ জন মানুষ।

নিহতের সংখ্যা আরো বাড়তে পারে জানিয়ে বিবিসি বলছে, চলতি মাসে দেশটিতে চালানো এটিই সবচেয়ে ভয়বাহ হামলা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, ধর্মীয় আলোচনা করতে স্থানীয় একটি কমিউটিনিটি সেন্টারে জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন ইসলামী চিন্তাবিদসহ প্রায় এক হাজার মানুষ।

সেসময় একজন আত্মঘাতী হামলাকারী সভার মাঝে গিয়ে নিজের শরীরে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অনেকে।

হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো কয়েকজন। হামলায় আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা গুরুতর।

তবে তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।