চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

আফগানিস্তানে অন্ত্যেষ্টিক্রিয়ায় বোমা হামলায় নিহত ১৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে অন্ত্যেষ্টিক্রিয়ায়  বোমা বিস্ফোরণে  অন্তত ১৮ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো ১৩ জন।

আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ওই এলাকার সাবেক সিটি গভর্নর হাশকা মিনার অন্ত্যেষ্টিক্রিয়ায়   সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে আত্নঘাতীবোমা হামলা মনে হলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে ধারণা করা যাচ্ছে মোটরসাইকেলে বোমা লাগিয়ে এই হামলা করে থাকতে পারে।এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

তালেবান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে জানানো হয়েছে, তারা এই ঘটনা সম্পর্কে কিছু জানে না। সম্প্রতি এই হামলায় দেশটি যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়ে পরেছে।

এরআগে, গেল বৃহস্পতিবার রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্রে ও সংবাদ সংস্থার কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৮৪ জন আহত হন। পরে জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে। ভয়াবহ ওই হামলার শোক কাটিয়ে না উঠতেই আবারো হামলা চালালো সন্ত্রাসীরা।