চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না’

আফগানিস্তানের কাছে ২২৪ রানে টেস্ট হারের ক্ষত এখনো মুছে যায়নি। বাংলাদেশের স্পিন চতুষ্টয়কে পেছনে ফেলে আফগান স্পিনারদের জয় হয়েছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বুধবার সেই চট্টগ্রামেই ১৫ মাস বিরতির পর টেস্ট খেলতে নামছে টিম টাইগার্স। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

করোনা বিরতির পর নতুন পথচলার শুরুতে আগের ওই বাজে অভিজ্ঞতা মনে করতে চান না টেস্ট অধিনায়ক মুমিনুল হক।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘কাল আপনি যা করেছেন, তা ভালো হোক বা খারাপ হোক, মনে রাখার দরকার নেই। এটা মনে রেখে আপনি কিছু পাবেনও না। আমিও একইভাবে ভাবছি। হয়ত উত্তরটা বুঝতে পেরেছেন।’

‘আফগানিস্তানের সাথে কী হয়েছিল মনে রাখতে চাই না। কালকের ম্যাচেই মনোযোগ রাখতে চাচ্ছি।’

নিষেধাজ্ঞার আগে সাকিব আল হাসানের শেষ টেস্ট ছিল সেটি। তিনি ছিলেন অধিনায়কও। ওই টেস্টের পরই সাকিব নিষিদ্ধ হলে ভারত সফরে অধিনায়ক করা হয় মুমিনুলকে।

যতটুকু ইঙ্গিত মিলেছে তাতে ফের স্পিন উইকেটেই হতে যাচ্ছে বাংলাদেশ-উইন্ডিজ টেস্টে। উপমহাদেশের স্পিনের চেয়ে উইন্ডিজের স্পিন তুলনামূলক দুর্বল হওয়ায় হোম অ্যাডভান্টেজ নিতে যাচ্ছে স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট মিরপুরে, শুরু হবে ১১ ফেব্রুয়ারি।