চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আফগানদের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা

ফুটবল বিশ্বকাপ-২০২২ বাছাইপর্ব

বিশ্বকাপ বাছাইপর্বে আফগানিস্তান ম্যাচের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল দল। আগের ২৬ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল এবং দুই ডিফেন্ডার নুরুল নাইয়ুম ফয়সাল ও মনজুর রহমান মানিক।

শনিবার বাফুফে ভবনে ঘোষণা করা হয় চূড়ান্ত দল। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত।

১ সেপ্টেম্বর তাজিকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ফুটবল দল। ৩ ও ৫ সেপ্টেম্বর তাজিক লিগের দুই ক্লাব এফসি কুকতোস ও সিএসকেএ পামিরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জেমি ডের দল। ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে দুশানবেতে মুখোমুখি হবে লাল-সবুজের ফুটবলাররা।

বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত দল:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, শহীদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো।

ডিফেন্ডার: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি ও ইয়াসিন আরাফাত।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আরিফুর রহমান ও বিপলু আহমেদ।

ফরোয়ার্ড: নাবিব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন ও জুয়েল রানা।