চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্দামানে আদিবাসীদের তীরে নিহত মার্কিন নাগরিক

আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে আদিবাসীদের হাতে যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছে।নর্থ সেন্টিনেলিজ দ্বীপে তীরের আঘাতে জন অ্যালেন চাউ নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনায় ৭ জন জেলেকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

জেলেরা পুলিশকে জানায়, ২৭ বছর বয়সী জন অ্যালেন ১৬ নভেম্বর নৌকাযোগে স্থানীয় সেন্টিনেলিজ আদিবাসীদের দ্বীপ নর্থ সেন্টিনেলে যায়। সেখানে যাওয়ার পরই সে আদিবাসীদের আক্রমণের শিকার হয়।

তারা আরো জানায়, আক্রমণের মুখেও চাউ সামনে এগুতে থাকে। এরপর আদিবাসীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। একদিন পর জেলেরা দেখতে পান চাউয়ের শরীর অর্ধেক মাটিতে পোতা অবস্থায় রয়েছে।

এর আগে ১৪ নভেম্বর চাউ ওই দ্বীপে যাওয়ার চেষ্টা করে বলে জানায় জেলেরা। যে নৌকা দিয়ে অ্যালেন ওই দ্বীপটিতে গিয়েছিল, সেই মাছ ধরার নৌকার ৭ জেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০১১ সালের হিসাব মতে ওই দ্বীপে আনুমানিক ৪০ জনের মতো সেন্টিনেলিজ আদিবাসী বাস করে। বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগই করে না তারা।

অধিকার গোষ্ঠীগুলো জানায়, আদিবাসীরা বাইরের লোকদের হুমকিতে আছে। ঘুষের বিনিময়ে অনেকেই সেখানে বাইরের লোকদের যেতে সহায়তা করে।