চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে কুলাসেকারা

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শ্রীলঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা। দীর্ঘ ১৬ বছর অন্তর্জাতিক মঞ্চে বিচরণ করার পর বুধবার ক্রিকেটকে বিদায় জানান ডানহাতি এই মিডিয়াম পেসার।

২০০৩ সালে ডাম্বুলায় ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি হয় কুলাসেকারার। ২০০৫ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেন তিনি। ২০০৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ খেলেন নুয়ান।

শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্টে ৪৮টি উইকেট নিয়েছেন ৩৭ বছরের কুলাসেকারা। ওয়ানডেতে নিজ দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী পেসার তিনি। ১৮৪ ওয়ানডে ম্যাচে ১৯৯টি উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কান পেসার হিসাবে তার থেকে বেশি উইকেট নিয়েছেন কেবল চামিন্ডা ভাস ও লাসিথ মালিঙ্গা।

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ক্রিকেটে তিনি যুগ্মভাবে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৫৮টি টি-টুয়েন্টি ম্যাচে কুলাসেকারা ৬৬টি উইকেট নিয়েছেন। তার চেয়ে বেশি টি-টুয়েন্টি উইকেট রয়েছে কেবল মালিঙ্গার। ব্যাট হাতেও মন্দ ছিলেন না কুলাসেকারা। ওয়ানডে ক্রিকেটে ৪টি হাফসেঞ্চুরিসহ ১৩২৭ রান রয়েছে তার সংগ্রহে।

শ্রীলঙ্কার হয়ে কুলাসেকারা শেষবার মাঠে নেমেছিলেন ২০১৭ সালের জুলাই মাসে জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে। গত বছর মার্চ থেকে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন।

দিন-চারেক আগেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা পেসার মালিঙ্গা। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রথম ম্যাচটিই হতে যাচ্ছে মালিঙ্গার ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ। তবে টি-টুয়েন্টি খেলা চালিয়ে যাবেন তিনি। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান মালিঙ্গা।