চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা: অভিযুক্ত ৩ হামলাকারীর মৃত্যুদণ্ডাদেশ বহাল

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ঘটনায় দায়ের করা হত্যা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, শাহেদ শরিফুল আলম এবং দেলোয়ার হোসেনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

সেই সঙ্গে মুফতি মইনুদ্দীন আবু জান্দাল ও মহিদুল্লাহর যাবজ্জীবন কারাদণ্ডাদেশও বহাল রাখা হয়েছে।

২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল রহমাতুল্লাহি ওয়া আলাইহির মাজার জিয়ারতের সময় আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে আনোয়ার চৌধুরী বেঁচে গেলেও পুলিশের দুই কর্মকর্তাসহ ৩ জন নিহত হন।

ওই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল।