চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আট কোটি পেরিয়েছে ইন্টারনেট গ্রাহক সংখ্যা

দেশে মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা আট কোটি ছাড়িয়েছে। নভেম্বর মাস শেষে দেশের মোট ইন্টারনেট গ্রাহক সংখ্যা এখন আট কোটি এক লাখ ছেষট্টি হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এক মাস পরপর এ সংক্রান্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে বিটিআরসি।

সংস্থাটির হিসাব অনুযায়ী, গত এক বছরে দেশে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১ কোটি ৪২ লাখ ২৮ হাজার। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে মোবাইল ইন্টারনেট গ্রাহক। এছাড়াও, এ বছরের এপ্রিলে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৭ কোটি পেরিয়েছিল। সে হিসেবে মাত্র সাত মাসেই এক কোটির বেশি ইন্টারনেট গ্রাহক বেড়েছে।

এই আট কোটি গ্রাহকের মধ্যে বড় অংশই মোবাইল সংযোগ থেকে ইন্টারনেট ব্যবহার করেন। এমন গ্রাহক সংখ্যা ৭ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার। আগের মাসের তুলনায় এ সংখ্যা বেড়েছে  ২৮ লাখ ৫৩ হাজার। অন্যদিকে গত বছরের একই সময়ের তুলনায় মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় এক কোটি ২৭ লাখ।

অন্যদিকে, আইএসপি এবং পিএসটিএন ইন্টারনেট গ্রাহক সংখ্যা বর্তমানে ৫৩ লাখ ৪২ হাজার। অক্টোবর মাসের তুলনায় কিছুটা কমে ওয়াইম্যাক্স গ্রাহক সংখ্যা বর্তমানে ৮৮ হাজার ৮০০।