চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আটকে গেলো ডেভিড গিয়ার রিয়াল যাত্রা

ম্যানচেস্টার ছেড়ে ২৯ মিলিয়ন পাউন্ডে রিয়ালে যাওয়ার কথা নিশ্চিত হয়েছিলো স্প্যানিশ গোলকিপার ডেভিড ডি গিয়া’র। তবে দুই ক্লাবের চুক্তির পরও গিয়া’র রিয়াল যাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে লাল ফিতা। ঠিক সময়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা হওয়ার কারণে এখনই রোনালদো-বেল-বেনজামাদের সঙ্গে যোগ দিতে পারছেন না তিনি।

এ বিষয়ে অফিসিয়ালভাবে কোনো ক্লাবই কোনোরকম ঘোষণা দেয়নি। এমনও শোনা যাচ্ছে গিয়া’র বিপরীতে রিয়ালের গোলকিপার কাইলর নাভাসকে দলে আনার পরিকল্পনা করছে ম্যানইউ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইংলিশ ক্লাবের পক্ষ থেকে ডেভিড গিয়া’র চুক্তি সম্পন্ন করতে রিয়াল মাদ্রিদকে কোনো বাড়তি সময় দেওয়ার কথাও বলা হয়নি।

স্প্যানিশদের পক্ষ থেকে অভিযোগ থেকে দাবি করা হয়েছে, এই জটিলতার জন্য ম্যানচেস্টারই দায়ী। নির্ধারিত সময়সীমার মধ্যে স্পেন ফুটবল ফেডারেশনে প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি ম্যানইউ।

আর ইংলিশ ক্লাবের দাবি, তারা যে সব কাগজপত্র পাঠিয়েছে তার প্রমাণ তাদের কাছে আছে। দেখা যাক, গিয়াকে দলে নিতে বিশ্ব ফুটবলে নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র কাছে রিয়াল আবেদন করে কিনা।